বিয়ানীবাজারে গণঅধিকার ফোরামের মানববন্ধন অনুুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০৯:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুরের বন্দোবস্ত বাতিল করার দাবীতে স্থানীয় গণঅধিকার ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই পুকুরটি অতি গুরুত্বপূর্ণ। পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পুকুরের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া প্রয়োজন।
বিয়ানীবাজার গণঅধিকার ফোরামের আহবায়ক মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী মুহাম্মদ আব্দুল হামিদের পরিচালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী জমির হোসাইন, শিক্ষক রুকন উদ্দিন, সমাজসেবক দেলোওয়ার হোসেন, তানভির এলাহী মজুমদার, এম. শামসুল আলম, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল ক্বারীম হাক্কানী, আমিনুল ইসলাম প্রমুখ।