একসময় ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মুখর ছিল বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় (পিএইচজি) মাঠ। এখন তা রূপ নিয়েছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে। অনেকে অভিযোগ করছেন, প্রতিদিন সন্ধ্যার পর খোলা মাঠ, গ্যালারী ও পশ্চিমের গলিপথ হয়ে ওঠেছে ছিচঁকে অপরাধীদের অভয়ারণ্য। এখানকার গ্যালারী ও মাঠে বসে মাদকের আসর, চলে অনেকটা প্রকাশ্যেই সেবন।গ্যালারীর পশ্চিম দিক ছাড়িয়ে গেলেই পাওয়া যায় গলিপথ।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাঠের ভিতর, গ্যালারী ও গলিপথে চলে মাদক সেবন। ওঠতি বয়সীরা ধুমপানে মশগুল থাকে। কেউ আবার হেয়ালি মোবাইল ফোন আলাপসহ অশ্লীল কর্মকান্ডে লিপ্ত হয়। বিশেষ করে শহরে উপদ্রব সৃষ্টি করা হিজড়ারা গলিপথে অসামাজিক কার্যক্রমে মিলিত হয়। টিনেজ অপরাধীরা জড়ো হয়ে একে-অপরকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করে। পিএইচজি হাইস্কুলের নাইটগার্ডদের গাফিলতির কারণে এমন অবস্থা বলে অনেকের অভিযোগ।
সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে মাঠের গ্যালারী আর গলিপথ দিয়ে চলাচলকারীরা অজানা আতঙ্কে থাকেন। ওই এলাকায় বৈদ্যুতিক বাতির স্বল্পতা রয়েছে। তাছাড়া বিদ্যুতের লোডশেডিংয়ের সময়ে গ্যালারী আর গলিপথ হয়ে ওঠে নীরব আস্তানা।
স্থানীয়রা মনে করেন, অবিলম্বে মাঠ এলাকায় পুলিশি টহল ও নিয়মিত নজরদারির ব্যবস্থা না করলে পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।
পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম বলেন, কিছু অসাধু লোকজন মাঠ ও গ্যালারীর পরিবেশ খারাপ করছে। আমরা এসব এলাকায় নজরদারী বৃদ্ধি করবো।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT