বিয়ানীবাজারে বাসুদেবের রথযাত্রায় এক মর্মান্তিক দুর্ঘটনায়, রথের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে রথযাত্রা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম কানু আচার্য্য। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক কানু আচার্য্যের বাড়ি বড়লেখার শাহবাজপুরে।
এ ঘটনার মর্মান্তিকতা তুলে ধরে সুস্মিতা পাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন বাসুদেব রথযাত্রা এ রকম ঘটনা এবারই প্রথম ঘটেছে। এ ঘটনায় সবাই শোকাহত। সুস্মিতা লেখেন —বাসুদেব অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া/ এই প্রথমবারের মত রথযাত্রার ইতিহাসে এমন বেদনার ছাপ রয়ে গেল।
শনিবার বিয়ানীবাজার পৌরসভার সুপাতলাস্থ বাসুদেব অঙ্গনে রথযাত্রায় ভক্তদের ঢল নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসুদেব রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে বাসুদেবের রথযাত্রা পালন করেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225