বিয়ানীবাজারের খশির সড়কভাংনী এলাকা থেকে ১৮ বোতল মদসহ ৫ বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। দীর্ঘদিন থেকে এই মাদক বিক্রেতা চক্র উপজেলার প্রত্যন্ত এলাকায় মাদক বিক্রি করতো বলে স্থানীয়রা জানান।
পুলিশ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
স্থানীয় খশির এসএনভি যুব সংঘের নেতৃবৃন্দের উদ্যোগে সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-খশির সকভাংনী এলাকার মৃত কবির মিয়ার ছেলে ফয়সল আহমদ ও লেদু মিয়া, আলীম উদ্দিনের ছেলে সাব্বির আহমদ, ভেউলোপারের মনির আলীর ছেলে মশাহিদ আলী ও কিয়াছারার আরকুম আলীর ছেলে আয়নুল।
খশির এসএনভি যুব সংঘের সভাপতি জাফরুল হোসেন, স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ ও যুবদল নেতা নুরুল আমীন জানান, এই মাদক বিক্রেতারা দীর্ঘদিন থেকে প্রত্যন্ত এলাকায় মাদক বিক্রি করে বেড়ায়। তাদেরকে অনেকভাবে সুপথে আনার চেষ্টা করা হয়। কিন্তু তারা মাদক বিক্রি বাদ দেয়নি।
বিয়ানীবাজার থানার এসআই মহি উদ্দিন জানান, মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের কাছে ১৮ বোতল অফিসার্স চয়েস মদ পাওয়া গেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT