সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের তিন সীমান্ত এলাকা দিয়ে রোববার ভোরে ১৫৩জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। স্থানীয়দের সহযোগিতা বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজারের যোয়ানরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্র জানা যায়, আটককৃতদের সবাই বাংলাাদেশী। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটককৃত ৩২জনের মধ্যে ৯জন পুরুষ, ৯জন মহিলা এবং ১৪জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমিমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ। ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানা হস্তান্তর করা হয়েছে।
এদিকে বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজার সদরদপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজারের আওতাধীন বড়লেখার লাতু বিওপি এলাকায় ৭৯জন এবং পাল্লাথল বিওপি এলাকায় আরো ৪২জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে লাতু সীমান্তে আটক ৭৯জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৯জন এবং শিশু ২০জন এবং পাল্লাথল সীমান্তে আটক ৪২ জনের মধ্যে পুরুষ ২৪জন, নারী ১৬জন এবং শিশু ১৭জন। আটককৃতদের বিজিবি বড়লেখা থানায় হস্তান্তর করেছে। বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশইন করা ৩২জন মিলিয়ে তিন সীমান্ত দিয়ে ১৫৩জনকে পুশইন করা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশী, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। প্রাথমিক যাচাই বাচাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT