১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বুধবার যেমন থাকবে সিলেটের আবহাওয়া

ডেস্ক নিউজ:
  • আপডেট সময়ঃ ০৯:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১২৩ বার পড়া হয়েছে।

সিলেট অঞ্চলে গত ২৪ ঘন্টায় বৃষ্টি ঝরেছে মাত্র ৩৫ মিলিমিটার। তবে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকার ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মোট ২৯ সেন্টিমিটার। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ৬ সেন্টিমিটার।

এদিকে সারাদিন তেমন একটা বাতাস না থাকায় প্রচণ্ড গরমে অস্বস্তীতে ছিলেন নগরবাসী। তবে সন্ধ্যার আকাশে কিছুটা মেঘের আনাগোনা ছিল। বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

তারা জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলের কোনো কোনো জায়গায হাল্কা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে হাল্কা ঝড়ো হাওয়া বা কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও তাদের।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য