০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ব্যাটে-বলে নারী বিশ্বকাপে বাংলাদেশের সেরা ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে।

অনেক স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন তারা। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই বিশ্বকাপ যাত্রাতা খুব সুখের হয়নি। ৮ দলের মধ্যে ৭ম হয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছেন মারুফারা। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ব্যাটে-বলে সেরা ক্রিকেটারর কারা?

৭ ম্যাচের মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। সেটা এসেছিল পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই। এরপর টানা ৫ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশের মেয়েরা। ভারতের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাই পাকিস্তানের উপরে থেকেই টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন শারমিন আক্তার। ৭ ইনিংসে ৩৫.৩৩ গড়ে তিনি করেছেন ২১২ রান। টুর্নামেন্টে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪ রান।

শারমিনের পরেই আছেন সোবহানা মোস্তারি। ৭ ম্যাচে তার রান ১৯৫। ৭ ম্যাচে ১৫৭ রান করে তৃতীয় স্থানে আছেন নিগার সুলতানা। ৭ ম্যাচে ১৪৪ রান করে চতুর্থ স্থানে আছেন রাবেয়া হায়দার। ৬ ম্যাচে ৯০ রান করে ৫ম স্থানে আছেন স্বর্ণা আক্তার।

এবারের টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা। ৭ ম্যাচে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া খান। ৪.৩১ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। টুর্নামেন্টে তার সেরা স্পেল ৩০ রানে ৩ উইকেট।

৬ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাবেয়ার পরেই আছেন স্বর্ণা আক্তার। ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ৬ উইকেট পেয়েছেন নাহিদা ও মারুফাও।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন