সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী মহাসচিব ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যু একটি গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী। আইন অঙ্গনে তার অবদান ছিল অসাধারণ।’
‘একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি ধৈর্য ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতেন। মরহুম আবদুর রাজ্জাক ছিলেন প্রজ্ঞাবান ও দূরদর্শী একজন মানুষ। ভদ্র ও সম্মানিত এই মানুষটি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তার বিচক্ষণ সিদ্ধান্ত জনগণের কল্যাণে বড় ভূমিকা রাখতে পারত।’
তিনি আরও বলেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
এর আগে রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেন আইনজীবী শিশির মনির।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT