০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে আটক ১২ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠাল পুলিশ

বড়লেখা সংবাদদাতা:
  • আপডেট সময়ঃ ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১১৮ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ১২ জন রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে তাদের পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। একইসঙ্গে আটক হওয়া ৪ জন বাংলাদেশি নাগরিককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, সোমবার (২৩ জুন) ভোরে সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে সকালে স্থানীয়দের সহায়তায় বিজিবির লাতু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার বালুখালী ও পালংখালী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের কয়েকজনের কাছ থেকে রোহিঙ্গা শরণার্থী কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের ফটোকপি উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সোমবার বিকেলে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন-মো. শফি (৩৩), আরুফা বেগম (৩০), মো. সেলিম (১৮), মো. ইউসুফ (১০), মো. ইসলাম (৭), ফুরজিনা (৬ মাস), রশিদা বেগম (২৮), মো. ইব্রাহিম (১০), মো. রহিম (৮), মো. আসলাম (৬), মো. এহেসান (৩) ও হোসনে আরা (৮ মাস)। রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আর আটক বাংলাদেশি নাগরিকরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ির মো. আব্দুল হামিদ (৪২), নরসিংদীর আমদিয়ার সেলিনা বেগম (৩৫), কুমিল্লা কোতোয়ালির মাঈন উদ্দিন (৩৪) ও আলো আক্তার মীম (১২)।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা মঙ্গলবার বিকেলে বলেন, আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের তাদের পুলিশ স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া ৪ জন বাংলাদেশি নাগরিককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য