১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনামঃ
বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

বড়লেখা প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০৯:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৭৮ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৫ জুলাই) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বিজিবি জানিয়েছে, আটকরা বিভিন্ন সময় কাজের উদ্দেশে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, তাদেরকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ট্যাগসঃ