ভয়ংকর হয়ে উঠছে বিয়ানীবাজার পৌরশহর। টমটম, ব্যাটারিচালিত রিকশা, বেপরোয়া ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে বিয়ানীবাজার পৌরশহর এখন রীতিমতো মরণফাঁদ। এখানে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা, নিয়ম না থাকলেও দিনের বেলা শহর দাবড়ে বেড়াচ্ছে ট্রাক। সেই সঙ্গে আছে সিএনজিচালিত অটোরিকশার দাপটও। ফলে নিয়ম করে কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। এতে আহত হচ্ছে অনেকে। প্রাণও ঝরছে প্রায়ই। রমজানের শেষ দিকে খাসা দিঘিরপাড় এলাকায় মোটর সাইকেল আরোহী এক তরুণের প্রাণ যায়।
এদিকে নিষেধ থাকার পরও শহরে দিনের বেলা অবাধে ট্রাকের প্রবেশ ও ব্যস্ত রাস্তা দাপিয়ে বেড়ানোয় ক্ষোভ রয়েছে পৌরবাসীর মাঝে। একই সঙ্গে শহর ছেয়ে গেছে টমটম, ব্যাটারিচালিত অটোরিকশায়। গলি, পাড়া-মহল্লা ছেড়ে এখন তারা দখলে নিয়েছে সবগুলো সড়ক।
অভিযোগ আছে, এক ভয়ানক সড়ক ব্যবস্থায় উপনীত হয়েছে বিয়ানীবাজার পৌরশহর। পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের দেখা মিললেও সংখ্যায় তারা কম এবং কাজে আগের থেকে অনেকটাই নিষ্ক্রিয়। এই সুযোগে পৌর শহর এলাকায় পরিবহন সেক্টরে রীতিমতো নিয়ম ভাঙার প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে এটি পুরোপুরি মানতে নারাজ বিয়ানীবাজারের ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সার্জেন্ট কুতুব বলেন, বিয়ানীবাজারে সড়কগুলোর শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগ সজাগ রয়েছে। শহর এলাকায় দিনের বেলা যাতে ট্রাক প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশমুখে ট্রাকগুলোকে আটকে দেওয়া হয়। নিয়ম ভেঙে ট্রাক প্রবেশের খবর পেলে পুলিশ সেগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়। তারপরেও মাঝে মাঝে ট্রাক চলাচল করছে।
ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, বিয়ানীবাজার পৌরশহরে প্রচুরসংখ্যক টমটম রয়েছে। ৫ আগস্টের আগে এগুলো গ্রামাঞ্চলে এবং পাড়া-মহল্লায় লুকিয়ে চলাচল করলেও এখন ব্যস্ত রাস্তায়, ব্যস্ত পয়েন্টগুলোতেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT