০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ভাগ্য নির্ধারণ কাল-সিলেটে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৪:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে।

নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত সিলেট বিএনপি। আগামী নির্বাচনে সিলেটের ৬টি আসনসহ বিভাগের ১৯ টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক নিয়ে চলছে আলোচনার ঝড়, চাপে রয়েছেন শীর্ষ নেতারা। রবিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগে নির্ধারিত হচ্ছে ‘কে থাকবেন টিকিটের দৌড়ে, আর কারা বাদ পড়বেন।’

রবিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে উপস্থিত থাকবেন অন্তত ১০০ মনোনয়ন প্রত্যাশী নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী। তিনি সিলেটভিউকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের দিকে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসবে বিএনপি। এতে সিলেট জেলার ৬টি আসনসহ বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। এটি দলের অভ্যন্তরীণ বৈঠক। নির্বাচনকে ঘিরে সিলেটে একটি আসন ঘিরে বিএনপিতে ডজন-অর্ধডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। দল যাকে যোগ্য মনে করবে তাকে আগামী নির্বাচনের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ১০০ নেতা মনোনয়নের দাবিদার। রবিবার সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্র জানায়, দলের মনোয়ন প্রত্যাশীদের প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের এ টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন