
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন কুমিল্লা পাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। এছাড়া, উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ৭১/৩ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৬০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225