০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভিপি নুরের উপর নৃ’শং’স হা’ম’লা’র বড়লেখায় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি- আবদুন নূর।

বড়লেখা প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০২:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, গণঅধিকার পরিষদ এর সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উপর কতিপয় পুলিশ ও সেনা সদস্য কর্তৃক হত্যার উদ্দেশ্যে দলীয় কার্যালয়ের সামনে গত ২৯শে আগষ্ট নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করে। এমন ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে ও হামলায় আহতদের সুস্হতা কামনায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সদর ইউনিয়ন হল রুমে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম ও তরুণ সমাজসেবক জনাব সাইফুর রহমান রেজা এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্র অধিকার পরিষদ এর সাবেক প্রচার সম্পাদক হাফিজ সুমন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সভাপতি কাজী এনামুল হক, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক ফয়সাল আলম স্বপন, বড়লেখা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও যুব জমিয়ত বড়লেখা উপজেলার সভাপতি আবিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদ এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ জামিল, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা সদর ইউনিয়ন এর সভাপতি আব্দুর রউফ, তরুণ সমাজসেবক তোফায়েল আহমদ তোহেল, মিলন উদ্দিন, তুহিন আহমদ, আব্দুস সামাদসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুন নুর তালুকদার বলেন, ফ্যসিবাদী আমলে বার বার নির্যাতন ও নিপীড়নের শিকার প্রতিবাদীদের কন্ঠস্বর ভিপি নুরুল হক নুরের উপর ২৯শে আগষ্ট যৌথবাহিনীর কতিপয় সদস্যদের হামলা প্রমাণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ও রাষ্ট্রীয় বাহিনী নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া কতিপয় দোসর ও ভারতীয় এজেন্টরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ও নতুন বাংলাদেশ বিনির্মানে বিপ্লবীদের অগ্রযাত্রা থামিয়ে দিতে বিপ্লবীদের উপর বর্বরোচিত ও নৃশংস হামলা চালিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী এজেন্টরা ও নব্য জন্ম নেওয়া ফ্যাসিবাদ ও চাঁদাবাজরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মান ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে গভীর ষড়যন্ত্রের লিপ্ত।
তারুণ্যের সকল শক্তি ও বিপ্লবীরা এখন ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদ ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মোকাবিলা করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মান ও রাষ্ট্র সংস্কারে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বৈরাচারের দোসর ভারতীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করে ফ্যাসিবাদী ব্যবস্হা ও বিদেশি আগ্রাসন বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে।

অনুষ্ঠানে হামলায় আহতদের সুস্হতা কামনায় দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন