যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রি করে আসছেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে সেগুলো নষ্ট করে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘ভেজাল দুধ তৈরি করার দায়ে ওই তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করাসহ ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT