ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহরে আকস্মিক সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিশেষ সন্ত্রাসবিরোধী ইউনিট প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে।
সূত্রগুলোর দাবি, অভিযানের সময় প্রেসিডেন্ট দম্পতি নিজ বাসভবনে ঘুমিয়ে ছিলেন। সেনাদের এই অভিযানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযানের সময় কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও তাদের আঘাত গুরুতর নয়। তিনি আরও দাবি করেন, অভিযানের সময় একটি হেলিকপ্টার হামলার শিকার হয়েছে।
খবরে আরও বলা হয়, আটক হওয়ার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে একটি মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, বর্তমানে তারা একটি যুদ্ধজাহাজে অবস্থান করছেন এবং তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে।
ট্রাম্প বলেন, হেলিকপ্টারের মাধ্যমে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী।
এ বিষয়ে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225