সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথরের মধ্যে এখন পর্যন্ত এক লাখেরও বেশি ঘনফুট পাথর জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এর মধ্যে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর এলাকায় নিয়ে পুনঃস্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাসুদ রানা।
তিনি বলেন, ‘শুক্রবার পর্যন্ত এক লাখ ঘনফুটেরও বেশি পাথর জব্দ করা হয়েছে।
এর মধ্যে ৫০ হাজার ঘনফুটের বেশি পুনঃস্থাপন করা হয়েছে।’ প্রসঙ্গত, বেপরোয়া লুটপাটে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র পাথরশূন্য হয়ে যাওয়ার পর টনকনড়ে প্রশাসনের। গত বুধবার রাতে সিলেটের জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সমন্বয় সভায় লুট হওয়া পাথর ফেরানোসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। ওই রাতেই অভিযানে নামে যৌথ বাহিনী। রাতের মধ্যেই ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এরপর থেকে এ অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT