০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন: ৫টি নৌকাসহ আটক ১৫

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের মধ্যনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বালুসহ ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও নৌকায় থাকা ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের বাজিতপুর, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সেলিম মিয়া (৪৫), মো. শরীফ মিয়া (৪৫), লালু মিয়া (২৬), সোহাগ মিয়া (২৮), মো. নুরুজ্জামান (৪০), মো. হবি মিয়া (৪০), মো. কাবুল মিয়া (৩৮), ফেরদৌস (৪০)। সকালে দ্বিতীয় অভিযানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার—মো. হবিকুল (৩৫), মো. নজরুল ইসলাম (৫০), মোফাজ্জল (৪৫), নয়ন (৩৫), খোকন (৪০), জামাল হোসেন (৩৮), জাহাঙ্গীর মিয়া (৩২) কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃইউছুব আলী,এসআই মোঃ হামিদুর রহমান, সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া মসজিদের পাশে ও পরে মধ্যনগর বাজার সংলগ্ন আখড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অনুমোদনবিহীন নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার এসব বালু বোঝাই নৌকা ও শ্রমিকদের আটক করা হয়। এসব নৌকা থাকা বালু মোট ১৮ শত ঘনফুট যারা আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা, ও ৫টি স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মামলা রুজু করিয়া আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন: ৫টি নৌকাসহ আটক ১৫

আপডেট সময়ঃ ১১:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বালুসহ ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও নৌকায় থাকা ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-কিশোরগঞ্জের বাজিতপুর, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সেলিম মিয়া (৪৫), মো. শরীফ মিয়া (৪৫), লালু মিয়া (২৬), সোহাগ মিয়া (২৮), মো. নুরুজ্জামান (৪০), মো. হবি মিয়া (৪০), মো. কাবুল মিয়া (৩৮), ফেরদৌস (৪০)। সকালে দ্বিতীয় অভিযানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার—মো. হবিকুল (৩৫), মো. নজরুল ইসলাম (৫০), মোফাজ্জল (৪৫), নয়ন (৩৫), খোকন (৪০), জামাল হোসেন (৩৮), জাহাঙ্গীর মিয়া (৩২) কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃইউছুব আলী,এসআই মোঃ হামিদুর রহমান, সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া মসজিদের পাশে ও পরে মধ্যনগর বাজার সংলগ্ন আখড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অনুমোদনবিহীন নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার এসব বালু বোঝাই নৌকা ও শ্রমিকদের আটক করা হয়। এসব নৌকা থাকা বালু মোট ১৮ শত ঘনফুট যারা আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা, ও ৫টি স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মামলা রুজু করিয়া আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন