আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন বহরা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি আপন ঘোষ, সাধারণ সম্পাদক বাপ্পি ভট্টাচার্য্যসহ প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পূজা উদযাপন নিশ্চিতে নিরাপত্তা জোরদার, সমন্বিত প্রচেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT