বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭টি আসনের প্রাথমিক মনোনয়ন তালিকায় নিজের নাম না থাকায়ও দলের প্রতি অগাধ ভালোবাসা ও আনুগত্যের বার্তা দিয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন,
> “আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমি ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে রাজনীতি করে আসছি। মানুষের পাশে দাঁড়ানো আমার আজীবনের অঙ্গীকার। দলীয় সিদ্ধান্তে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
হেলাল খান বলেন, ঘোষিত তালিকায় নিজের নাম না থাকায় সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি হলেও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
“আমাদের অভিভাবক তারেক রহমান অবশ্যই বিবেক ও বিচক্ষণতার জায়গা থেকে আমাকে সুযোগ দেবেন—এই বিশ্বাস রাখি,” বলেন তিনি।
তিনি আরও বলেন,
> “ধানের শীষ যার হাতেই থাকুক, আমাদের কাজ হবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই আমাদের মূল লক্ষ্য।”
হেলাল খান তার বার্তায় দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“আমি কখনো দলের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করিনি, ভবিষ্যতেও করব না। আমাদের একটাই উদ্দেশ্য—তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়া।”
শেষে তিনি দেশব্যাপী জাসাস কর্মী, নেতাকর্মী এবং সিলেট-৬ আসনের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225