মব সন্ত্রাস বন্ধ ও জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করুন: বাম গণতান্ত্রিক জোট

- আপডেট সময়ঃ ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে।

মব সন্ত্রাস বন্ধ, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এর সভাপতিত্বে ও সিপিবির সদস্য মাশরুখ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলা কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি জেলা সাধারণ খায়রুল হাসান,বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু,চা শ্রমিক ঐক্যের অজিত রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ আহমদ, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুমিত রঞ্জন পিনাক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র উত্তোরণে পথে বাঁধা সৃষ্টি করতেই একটি মহল দেশে নৈরাজ্য-বিশৃঙ্খলা তৈরি করার অপপ্রয়াস চালাচ্ছে।পতিত ফ্যাসিবাদী শক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশি-বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি নানা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভন্ডুল করতে মব সন্ত্রাস ও নানা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।
বক্তারা মব সন্ত্রাস মাজার-খানকায় হামলা বন্ধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রব্যমূল্য কমানো,শ্রমজীবী মানুষের জীবনের সংকট দূর করা, চট্টগ্রাম বন্দর লীজ দেওয়ার চক্রান্ত বন্ধ কর; সাম্রাজ্যবাদী আধিপত্যের রুখে দাঁড়ানো, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা,প্রয়োজনীয় সংস্কার করে ঘোষিত সময়ে সুষ্ঠ- অংশগ্রহণমূলক-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।