মসজিদে হারামে ঈদের নামাজে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি

- আপডেট সময়ঃ ০২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২০৪ বার পড়া হয়েছে।

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামে এবার পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা দেবেন মসজিটির ইমাম ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ মাহের আল-মুয়াইকিলি। দুই পবিত্র মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি বিষটি নিশ্চিত করেছে।
সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ জুন (শুক্রবার) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৫টা ৫২ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঈদুল আজহার (কুরবানীর দিন) প্রথম দিন সকাল থেকেই হজযাত্রীদের একটি দল গ্র্যান্ড মসজিদে ভিড় জমাবে হজের অন্যতম স্তম্ভ তাওয়াফে আল-ইফাদাহ করার জন্য।
সম্প্রতি একটি রাজকীয় ডিক্রি জারি করে বিশিষ্ট সৌদি স্কলার শেখ সালেহ বিন হুমাইদ, গ্র্যান্ড মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক এবং সিনিয়র আলেমদের কাউন্সিলের সদস্যকে আরাফাতের দিনে নামাজের ইমামতি এবং খুতবা প্রদানের জন্য নিয়োগ করা হয়েছে।



















