নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী হাইসের মুখোমুখি সংঘর্ষে সাইদুর সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের শ্যামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর সরদার শ্যামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর সরদার মোটরসাইকেলযোগে শ্যামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী হাইসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225