সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে সিলেট জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৬:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার হটাতে দীর্ঘ সাড়ে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর আজ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, গত জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানসহ বিএনপির দীর্ঘ লড়াই ছিল জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। দীর্ঘদিন পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে, আর সে লক্ষ্যেই বিএনপি এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী বলেন, বিজয়ের এই দিনে উৎসবমুখর জনগণ আগ্রহভরে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে-যে নির্বাচন বহু রক্তের বিনিময়ে অর্জিত। নির্বাচন সামনে রেখে যেসব বাধা ও ষড়যন্ত্র দেখা যাচ্ছে, তা প্রতিহত করে একটি বাধাবিঘ্নহীন নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন প্রত্যাশা সবার। তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেভাবে আন্দোলন-সংগ্রামে জনগণ পাশে ছিল, ঠিক সেভাবেই অবাধ নির্বাচন নিশ্চিত করতেও সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণ গণতন্ত্রের পক্ষে থাকবেন। জনগণ যথাযথ মূল্যায়ন করে ধানের শীষের পক্ষেই তাদের রায় দেবেন। ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে দেশবাসীর পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বহুকাঙ্ক্ষিত দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে কাইয়ুম চৌধুরী বলেন, দেশবাসীর সঙ্গে সিলেটবাসীও তার আগমনের অপেক্ষায় উদগ্রীব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে সিলেটবাসী তা স্মরণীয় করে রাখবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রণাঙ্গনের যুদ্ধ এবং অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয় দিবসে আমাদের প্রত্যাশা- মানুষের কাঙ্ক্ষিত ঐক্যের বাংলাদেশ গড়া। তিনি আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকেই জনগণের রায় প্রতিফলিত হবে।

মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণকালে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, শহিদ আহমদ (চেয়ারম্যান), কোহিনূর আহমেদ, এড. সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, এড. আল আসলাম মুমিন, এড. শাহ আশরাফুল ইসলাম, এড. বদরুল হোসেন চৌধুরী, সাবিনা খাঁন, এড. মোস্তাক আহমদ, আজিজুর রহমান, অর্জুন ঘোষ, নুরুল আমিন দুলু, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, আলাউদ্দিন আলাই, চৌধুরী মো. সুহেল, রায়হান এইচ খাঁন, জাহেদ আহমদ, সুহেল ইবনে রাজা, আফরোজ মিয়া, পাবেল রহমান, রায়হানুল হক, তুহিন আহমেদ, রিফল আহমদ, নিজাম উদ্দিন, রাজু আহমেদ, নাছিম আহমেদ, জুয়েল শাহরিয়ার, রাসেল আহমেদ, জুবায়ের আহমেদ শিমুল, আলমগীর, সুহেল আহমদ, ফয়সাল আহমেদসহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য