মহাষষ্ঠীতে আজ শুরু দুর্গোৎসব,বড়লেখায় নিরাপত্তায় মাঠে প্রশাসন।

- আপডেট সময়ঃ ০১:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কঠোর নিরাপত্তা মধ্যদিয়ে আজ (২৮ সেপ্টেম্বর) রবিবার সকাল থেকে শুরু হয়েছ। পূজার নিরাপত্তায় কোনো ধরনের ছাড় নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এবার মৌলভীবাজারের বড়লেখায় ১৩২টি সার্বজনীন ১৩টি ব্যক্তিসহ মোট ১৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
নিরাপত্তার বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্য,মো. মাহবুবুর রহমান মোল্লা জানান,দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। দুর্গোৎসব চলার সময়ে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারিদের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক অ্যাকশন’নেওয়া হবে। রাতে ও দিনে আমাদের টহল পুলিশ নিয়মিত পরিদর্শন করছে মণ্ডপ। পূজা নিয়ে যাতে গুজব না ছড়াই সেটা নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য আনসার, গ্রাম পুলিশ, পুলিশ মোতায়ন থাকবে। এছাড়া বিজিবি র্যাব, সেনা বাহিনীসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।
(৫২-বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি উপজেলার সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপের নিরাপত্তায় বিজিবির ৯টি টহল দল মোতায়েন থাকবে। এছাড়া পূজা উপলক্ষে বিজিবি একটি মনিটরিং সেল চালু করেছে। সেখানে যেকোনো সমস্যা, ইস্যু, হুমকি বা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানো যাবে। দ্রুততম সময়ে বিজিবির নিকটস্থ টহল দল সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন-এজন্য অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত একার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। আজ থেকে মাঠে নামছেন তারা। দুর্গোৎসব চলার সময়ে গুজব ছড়িয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করবে তারা।বড়লেখা উপজেলা পুজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি শৈলেশ চন্দ্র রায় ও পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনঞ্জিত কুমার পাল জানান, এবার উপজেলায় ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত পূজামন্ডপে পূজা অনুষ্টিত হচ্ছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সার্বজনীন পূজা মন্ডপে ২জন নারী ৪ জন আনসার ভিডিপির পুরুষ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার আইনশৃঙ্খলা বাহিনী অধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি নিয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় সন্তুষ্ট। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ছাড়াই পূজা শেষ করতে পারব আমরা।