০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মহা-অভিষেকে সিলেটে শ্রীমৎ ভক্তিচারু স্বামীর ৮০তম আবির্ভাব তিথি পালিত

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৫:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সিলেট মন্দিরে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী মহোৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য, নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তরশত শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের ৮০তম আবির্ভাব তিথি ও ব্যাসপূজা মহোৎসব।

ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতির মাধ্যমে শুভসূচনা হয় দিনের কর্মসূচির। এরপর পর্যায়ক্রমে দর্শন আরতি ও গুরুপূজা কীর্তন,শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তনমেলা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মহা-অভিষেক ও ব্যাসপূজার মধ্য দিয়ে মহোৎসবের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে গুরুমহারাজের মহিমা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকেলে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক শ্রদ্ধাঞ্জলি সভা। সন্ধ্যায় গৌরসুন্দরের আরতি এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে মহোৎসবের পরিসমাপ্তি ঘটে।

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ সমবেত হয়ে আনন্দোৎসব পালন করেন।

১৯৪৫ সালের ১৭ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ।

পরবর্তীতে শ্রীল প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করে বিশ্বজুড়ে ইসকনের প্রসার, প্রভুপাদের জীবন ও কর্মভিত্তিক টেলিভিশন সিরিজ নির্মাণসহ অসংখ্য আধ্যাত্মিক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২০ সালের ৪ঠা জুলাই, গুরু পূর্ণিমা ও শ্রীল সনাতন গোস্বামীপাদের তিরোভাব তিথির পুণ্যলগ্নে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হন।

শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের শিক্ষা, ভক্তি ও বিনয় আজও ভক্তসমাজের হৃদয়ে অম্লান হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন