
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার ইসকন মন্দিরের পর এবার ইসকন সিলেটেও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানে হাজারো প্রদীপ জ্বালিয়ে নিহত শিশুদের আত্মার চিরশান্তি কামনায় ভক্তরা প্রার্থনায় অংশ নেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত শিশুদের আশু সুস্থতার জন্য বিশেষ সংকীর্তন ও মঙ্গল প্রার্থনা করা হয়। এই আয়োজনে ভগবতগীতা পাঠ, হারিনাম সংকীর্তন এবং গীতা থেকে প্রাসঙ্গিক শিক্ষা পাঠের মাধ্যমে শোকপ্রকাশ করা হয়।
ইসকন সিলেটের নেতৃবৃন্দরা বলেন “বিমান দুর্ঘটনায় নিহত শিশুরা সবাই হচ্ছে ভিন্ন ভিন্ন আত্মা। প্রকৃতপক্ষে আত্মার কখনো মৃত্যু হয় না। তাই তাদের চিরস্থায়ী শান্তি ভগবানের চরণে প্রার্থনার মধ্যেই নিহিত। নিহত কোমলমতি শিশুদের আত্মার শান্তির জন্য আমরা গভীরভাবে প্রার্থনা করছি।”
অনুষ্ঠানে ইসকনের গৃহস্থ ভক্ত, ব্রাহ্মচারীবৃন্দ, স্থানীয় সেবক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মন্দির চত্বরে হাজারো প্রদীপের আলো যেন হয়ে উঠেছিল সকলের ভালোবাসা ও প্রার্থনার প্রতীক।
প্রার্থনা শেষে নিহতদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং ইসকনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের পাশে দাঁড়াতে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225