০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
সংবাদ শিরোনামঃ
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শাবিপ্রবি উপাচার্যের শোক

শাবিপ্রবি প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০২:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে।

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় উপাচার্য বলেন, “মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
ট্যাগসঃ