মাথিউরায় ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

- আপডেট সময়ঃ ১১:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ০ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা মাথিউরা ইউনিয়ন পরিষদের স্বঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের সাম্প্রতিক কার্যক্রম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জটিলতা নিরসনের জন্য তদন্ত শুরু করেছে প্রশাসন। উপজেলা কৃষিকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি শুক্রবার পৃথকভাবে ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে এ বিষয়ে আলাপ করেছেন। এদিকে তদন্তকারী কর্মকর্তারা যখন ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যান ঠিক তখন ছাত্র জনতার ব্যানারে এলাকাবাসী বাইরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আলতাফ হোসেনের অপকর্মের বিচার দাবি করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মেম্বারের ছোট ভাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন ইউনিয়ন পরিষদের সচিবের সহায়তায় তদন্ত প্রভাবিত করতে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্তদের বক্তব্য গ্রহণকালে উপস্থিত ছিলেন।
এদিকে, তদন্ত চলাকালে সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে রাস্তায় ছাত্র জনতা ও ইউনিয়নবাসী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের অন্যায়ভাবে চেয়ারম্যানের কার্যালয় দখলের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানবন্ধন এবং স্থানীয় ঈদগাহ বাজারে বিক্ষোভ মিছিল করেন।
গত ১৯মে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমান উদ্দিনকে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্ত করে। এরপর চেয়ারম্যানের শূন্যপদে প্রশাসনের অনুমিত ছাড়া নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেন। তার স্ব উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের ৬ সদস্য আপত্তি জানান এবং সিলেটের জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন।
উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি শুক্রবার সকাল ১০টায় মাথিউরা ইউনিয়ন কমপ্লেক্সে গিয়ে অভিযোগকারী ৬ ইউপি সদস্য ও ইউপি সচিব মো. তাজ উদ্দিনের সাথে পুরো বিষয়ে নিয়ে তাদের মতামত ও বক্তব্য গ্রহণ করেন। শুক্রবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেনের বক্তব্য গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের ছোট ভাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন তদন্ত কাজকে প্রভাবিত করতে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করার চেষ্টা করেন। এক পর্যায়ে তদন্ত কর্মকর্তারা তাকে (বিএনপি নেতা ছরওয়ার হোসেন) সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করলে তিনি বেরিয়ে আসেন। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের সাথে তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুবিন হাই ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী।
এদিকে, জোর করে মাথিউরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে বসায় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউনিয়নের ছাত্র জনতা। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন আলতাফ হোসেনের অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং স্থানীয় ঈদগাহ বাজাের বিক্ষোভ মিছিল করেন। ছাত্র জনতা এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আইন অমান্যকারি আলতাফ হোসেনকে গ্রেপ্তার এবং ইউনিয়ন পরিষদের সদস্য পদ থেকে অপসারণের দাবি জানান।
তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, উভয়পক্ষের বক্তব্য আমরা গ্রহণ করেছি। পুরো বিষয়টি পর্যালোচনা করে আমরা তদন্ত প্রতিবেদন আগামী সোমবারের মধ্যে জমা প্রদান করবো। মাথিউরাবাসীকে নিশ্চয়তা দিতে চাই এ ঘটনার বিষয়টির ন্যায্য বিচার তারা পাবেন। তদন্তকাজে কোন বাধার সম্মুখিন কিংবা প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বলার মতো তেমন কিছুই হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সেই আলোকে মাথিউরা ইউনিয়ন পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত এ নিয়ে কিছু বলা সমীচিন নয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন রাজনৈতিক নেতা কর্তৃক তদন্ত কাজ প্রভাবিত হওয়ার সুযোগ নেই। তদন্ত কমিটির তিন কর্মকর্তাই সচেতন, তাদের উপর আমাদের আস্থা রয়েছে।