প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৩:১৪ পি.এম
মাথিউরা ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন কা/রা/গা/রে

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজেস্টেট আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন গত মে মাসের প্রথম দিকে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। সোমবার সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজেস্টেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁর আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন গত ১৯ মে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হন। ২০২৪ সালের ২০ আগস্ট পুলিশের গুলিতে নিহত তারেক আহমদের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। ২২ আগস্ট (২০২৪) এ মামলার বাদী নেহারুন নেছা সিলেট জ্যুডিশিয়াল আদালতে মামলা প্রত্যাহারের আবেদন দাখিল করেছিলেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT