হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৯)।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১১টায় মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের আবু শামা'র ছেলে মো: শাহাবুদ্দিন (৩৫) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।
গ্রেফতারকৃত আসামিন্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225