হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে থাকবে সৌহার্দ্য ও সম্প্রীতি। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদার অধিকারী হবে, এবং সবাই তার ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারবে।”
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১১৪টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু সুরঞ্জন পাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে শনিবার চুনারুঘাট উপজেলার ৭৩টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT