পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস আনন্দ র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম এর নেতৃত্বে মাধবপুরের কাশিমনগর বাজার এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ধর্মঘর কলেজ এবং চৌমুহনী বাজার, মাধবপুর-মনতলা সড়ক প্রদক্ষিণ শেষে মনতলা হযরত শাহ জালাল (রাহ.) সরকারি কলেজ মাঠে গিয়ে আনন্দ র্যালিটি শেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়।' অনুষ্ঠিত মাহফিলে অংশ নেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমূখ। মাহফিল শেষে মোনাজাতে লাখো ভক্তৃবৃন্দ -মুরিদান, আশেকান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।'
আজ ১২ রবিউল আউয়াল বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয় ।'এই দিনটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে মুসলিম মুসলিম উম্মাহ পালন করে থাকে।'
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT