হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে ইয়ামিন মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ( ২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়ামিন ভেলাপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খেলার সময় অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ইয়ামিন। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225