মাধবপুরে মাদক সেবনের অভিযোগে ৫ ব্যক্তিকে কারাদন্ড

- আপডেট সময়ঃ ০৯:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র:) মাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম। এসময় তিনি পাঁচ মাদক সেবনকারীকে প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়া ও উপপরিদর্শক মীরা রানী দেবীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলেন-উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল আকলাছ মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫), ফরশ কোষ(৩৩)।
হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, প্রকাশ্যে মাদক সেবন জনগণের ভোগান্তি! এমন ধরনের সংবাদ পাওয়া মাত্র আমরা অভিযান পরিচালনা করি এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম বলেন,জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে।