হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলমকে (৩৭) আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শাহ আলমকে শনিবার রাতে আটক করেন।
জানা গেছে, শনিবার দুপুরে শিশুটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যান। পরে মা-বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে। খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করেন। ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT