হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে এ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুইজন— মো. তোফাজ্জল হোসেন ও মো. মশিউর রহমান মোর্শেদ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. ইয়াসিন তন্ময় ও কায়েস আহমদ সালমান।
সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. জাকির হোসেন। সহ-সভাপতি পদে সংগ্রহ করেছেন হাফেজ শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন দুইজন—রিঙ্কু দেবনাথ ও মো. নাহিদ মিয়া।
মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিন মিয়া বলেন, "মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আমরা আটটি মনোনয়নপত্র বিতরণ করেছি।" এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT