সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মানবতার মুখোমুখি বিয়ানীবাজার: রাস্তায় সন্তান প্রসব পরিচয়হীন নারীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারে হৃদয়বিদারক মানবিক ঘটনা: জনমানবশূন্য রাস্তায় সন্তান প্রসব, পরিচয়হীন মা ও অনিশ্চিত ভবিষ্যৎ নবজাতকের
বিয়ানীবাজারে ঘটেছে এক হৃদয়বিদারক মানবিক ঘটনা। গভীর রাতে জনমানবশূন্য রাস্তায়, কোনো আপনজনের সহায়তা কিংবা চিকিৎসা সুবিধা ছাড়াই সন্তান প্রসব করেছেন এক পরিচয়হীন ও মানসিক ভারসাম্যহীন নারী।
শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দুবাগ চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গভীর রাতে রাস্তায় এক নারী প্রসব বেদনায় কাতরাতে থাকেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা এগিয়ে আসেন। কোনো স্বজন বা চিকিৎসক না থাকায় সেখানেই তিনি এক নবজাতকের জন্ম দেন।
খবর পেয়ে এলাকাবাসী মানবিক উদ্যোগে মা ও নবজাতককে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন এবং

তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা প্রদান করেন। তবে এখনো পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করে আসছেন।
এদিকে নবজাতকের পিতার পরিচয়ও অজানা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন—এই শিশুর বাবা কে?
সচেতন মহল মনে করছেন, অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও মানবিক উদ্যোগ গ্রহণ করা জরুরি। নইলে এমন করুণ ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য