সিলেটের বড়লেখা উপজেলার তরুণ জাফর আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন তার নিত্য সঙ্গী। এবারও তার ব্যতিক্রম হয়নি। চিকিৎসার জন্য অর্থাভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক অসহায় যুবকের জন্য মাত্র ২৪ ঘণ্টায় ৩০ লক্ষ টাকা অনুদান সংগ্রহ করে যেন মানবতার আরেক নতুন ইতিহাস গড়ে তুললেন তিনি।
অর্থসংগ্রহ সম্পন্ন হতেই আবেগে আপ্লুত হয়ে আল্লাহর দরবারে সিজদাহে লুটিয়ে পড়েন জাফর। চোখে জল, কণ্ঠে কৃতজ্ঞতা—“সব আল্লাহর রহমত, মানুষের দোয়া ও সহযোগিতায় সম্ভব হয়েছে”—এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।
জাফর দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কখনো অসুস্থ কারও চিকিৎসায়, কখনো শিক্ষার জন্য দরিদ্র শিক্ষার্থীর সহযোগিতায়, আবার কখনো বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবতার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছেন। তার উদ্যোগে ইতোমধ্যে বহু মানুষের নতুন করে বাঁচার স্বপ্ন সত্যি হয়েছে।
স্থানীয়রা জানান, জাফরের মানবিকতা, সততা ও কাজের প্রতি নিষ্ঠা তাকে আলাদা পরিচয় দিয়েছে। তার আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের নিরলস দানশীল মানুষ অল্প সময়েই বিপুল পরিমাণ অর্থ সহায়তা পাঠান—যা আজকের সমাজে সত্যিই অনুপ্রেরণার।
এক অসহায় যুবকের জীবন বাঁচাতে জাফরের এই উদ্যোগ শুধু একটি সাহায্যের ঘটনা নয়; এটি সমাজের জন্য এক অনন্য বার্তা—মানুষ মানুষের জন্য, আর একতা ও মানবিকতার মাধ্যমে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225