মান্দায় ৩১ দফা বাস্তবায়নে এম এ মতীনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

- আপডেট সময়ঃ ০১:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন।
তিনি গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের তুরুকগ্রামসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন। বর্তমানেও অন্যান্য ইউনিয়নে পর্যায়ক্রমে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।
এম এ মতীন একইসঙ্গে মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখার বিভিন্ন দিক তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।