মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১৪ জুলাই) একেপিএস এর বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়।
একেপিএস বিবৃতিতে জানায়, ১৩১ জনের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং পাঁচজন ইন্দোনেশিয়ান পুরুষ ও নারী। তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত মানদণ্ড পূরণ করেননি বলে প্রমাণিত হয়েছে।
এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ অভিযানে ৩০০ জনের বেশি বিদেশির মধ্যে ১৩১ জনকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, এসব যাত্রী পর্যাপ্ত অর্থ, নির্ভরযোগ্য আবাসনের প্রমাণ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করার মতো নানা কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।
‘অপর্যাপ্ত অর্থ সাধারণত প্রবেশের জন্য আগ্রহী ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে। উদাহরণস্বরূপ, এমন কিছু লোক ছিল যারা এক মাসের জন্য বেড়াতে আসার দাবি করেন, কিন্তু মাত্র ৫০০ রিঙ্গিত নিয়ে এসেছিলেন, যা তাদের আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহের সৃষ্টি করে।’
আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার সঙ্গে এই বিষয়গুলো অসঙ্গতিপূর্ণ। -দ্য স্টার মালয়েশিয়া
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT