০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৯:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে।

ফেদায়ে জমিয়ত মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী হত্যাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল বাংলাদেশের চেয়ারম্যান, ইউরোপ জমিয়তের সহকারী সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা মাওলানা জয়নাল আবেদীন।
তিনি শনিবার এক শোকবার্তায় বলেন, মুশতাক গাজীনগরী সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেম। তাকে এমন নির্মমভাবে হত্যা করা হলো এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারল না এটা দুঃখজনক। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।
মাওলানা মুস্তাক গাজীনগরীর মৃত্যুেতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাওলানা জয়নাল আবেদীন।
ট্যাগসঃ