বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও সালিশ ব্যক্তিত্ব মরহুম মো: আব্দুল জলিল স্মরণে লন্ডনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘুঙ্গাদিয়া ও মালিগ্রাম ট্রাষ্ট ইউকে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি হাবিবুর রহমান ময়না।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক আবিদুর রহমান সিমু। দ্বিতীয় ধাপে পরিচালনা করেন আশফাক আহমদ ও মাহমুদ হোসেন সেলিম। এতে মরহুম মো: আব্দুল জলিলের জীবন ও কর্ম নিয়ে নানা বক্তব্য উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি আশেক আহমদ আসুক, গ্লোবাল জালালাবাদের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো: আব্দুস শুকুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, ব্যারিস্টার মাসুদ আহমদ, আব্দুল মতিন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আব্দুস শফিক, এনায়েত হোসেন সরওয়ার, আফসার খান সাদেক, বাবুল হোসেন, এম মাসুদ আহমেদ, আমিনুর রহমান সিমু, বদরুজ্জামান, সাহাব উদ্দিন কাজল, মুজাহিদুল ইসলাম, সাবেক ফুটবলার জসিম উদ্দিন, সাবেক ফুটবলার আবুল কাসেম, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।
মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন লুৎফুর রহমান।
শুরুতে মহাগ্রন্থ কুরআনে পাক থেকে তিলায়াত ও পরে দোয়া পরিচালনা করেন শায়েখ আহমদ হাসান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মামুন রশীদ, জসিম উদ্দিন, জুবের আহমদ, আবুল কালাম, সাংবাদিক ফয়সল মাহমুদ ও শামসুর রহমান সুমেল প্রমূখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT