বিয়ানীবাজারের কৃতি শিক্ষার্থী হামিম আহমেদ শাফি এবারের বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজের (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
দেশের মাত্র ৫ হাজার ১০০টি আসনের বিপরীতে প্রায় ১ লাখ ২২ হাজার পরীক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য অর্জন করায় এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
হামিম আহমেদ শাফির বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া বহর গ্রামে। সে জলডুপ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বাংলাদেশ ঔষধ কোম্পানির অন্তর্ভুক্ত বিয়ানীবাজার মেডিকেল প্রতিনিধি অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সভাপতি আব্দুল আহাদ ও গৃহিণী হাসিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র। শিক্ষাজীবনের শুরুতে হামিম স্থানীয় মারস্ কলেজিয়েট স্কুলে শিক্ষার হাতেখড়ি নেয়। পরবর্তীতে সে বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল থেকে এসএসসি এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করে।
পারিবারিকভাবেও চিকিৎসা পেশার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হামিম। তার মামা সিলেট উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক ডা. আনোয়ার হুসেন এবং মামী সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাজিয়া শারমিন। তাঁদের যোগ্য উত্তরসূরি হিসেবে হামিমের এই অর্জন পরিবার ও স্বজনদের জন্য গর্বিত করেছে।
হামিমের বাবা আব্দুল আহাদ বলেন,“আলহামদুলিল্লাহ, ছেলের এই সাফল্য আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শুরু থেকেই সে পড়াশোনায় মনোযোগী ছিল। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই, সে যেন একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।”
যুক্তরাষ্ট্রে বসবাসরত তার মামা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বিলাল উদ্দিন বলেন,“হামিমের এই অর্জনে আমরা সবাই গর্বিত। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও পারিবারিক মূল্যবোধই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে।”
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225