মেধাবীরা হবে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ: রুহুল আমিন

- আপডেট সময়ঃ ০৩:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ একাডেমিক সুপারভিশন কমিটির (পজিব) কর্মকর্তা শাকিল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, আজকের মেধাবীরা আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা ভালো ফলাফলের মাধ্যমে আজ সম্মানিত হয়েছে, তাদের সফলতা আরও উজ্জ্বল হবে যদি তারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যায়। নতুন শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। নিজেদের মেধা বিকাশের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম এবং হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ডা. মো. লিয়াকত আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার ছাপ।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। শিক্ষা ব্যবস্থায় উৎসাহ প্রদানে এই উদ্যোগের প্রশংসা করেন বক্তারা।