মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন আইনজীবী খুন হয়েছেন। রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের পৌরসভার সামনে এ খুনের ঘটনা ঘটে । নিহত অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, অ্যাডভোকেট সুজন মিয়া নিয়মিত শরীরচর্চা করতেন। রোববার জিমনেসিয়াম থেকে ফেরার পথে তিনি মৌলভীবাজার শহরের পৌরসভা প্রাঙ্গণে একটি ফুসকার দোকানে সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কিশোর গ্যাং একটি গ্রুপের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের বখাটেরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT