পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া ও আমল

- আপডেট সময়ঃ ১২:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।

প্রশ্ন: পরীক্ষায় ভালো ফলাফল করার কোন আমল থাকলে অনুগ্রহ করে জানাবেন।
উত্তর: সফলতার জন্য আল্লাহতায়ালার রহমত অপরিহার্য বিষয়। আর কোনো কাজে আল্লাহতায়ালার রহমত তখনি আসে যখন বান্দার পক্ষ থেকে চেষ্টা ও দোয়া থাকে।
এ জন্য উদ্দিষ্ট সুফল লাভের জন্য চেষ্টা যেমন প্রয়োজন, তেমনি আল্লাহ তায়ালার রহমত ও বরকতের জন্য সকাতরে তার সাহায্য প্রার্থনা করা আবশ্যক। সুতরাং পরীক্ষায় সফল হতে হলে পরীক্ষার্থীদের প্রতি অভিজ্ঞমহল ও বিশিষ্ট আলেমদের পরামর্শ হল–
প্রথমত, অলসতা ত্যাগ করে নিজের সাধ্যানুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে। কারণ, যারা ব্যাপক পরিশ্রমী তাদের সাফল্য ব্যাপক হয় আর যারা অপেক্ষাকৃত অলস তারা সফলতা থেকে তুলনামূলকভাবে বঞ্চিত হয়।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর সকলের জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে। আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোন জুলুম করা হবে না।’ (সুরা আল-আহকাফ ১৯)
দ্বিতীয়ত, আল্লাহর উপর ভরসা করতে হবে, তিনিই সকল কাজে সফলতা দান করেন, তাই তিনি অবশ্যই আমাকে সফলতা দিবেন।
আল্লাহ তাআলা বলেন, ‘যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সুরা ত্বলাক : ৩)
তৃতীয়ত, মহান আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে দোয়া করতে হবে। প্রয়োজনে ‘সালাতুল হাজত’ পড়ে দোয়া করা যেতে পারে।
উল্লেখ্য, বিশেষ কোন হালাল চাহিদা পূরনের জন্য আল্লাহ’র উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করাকে ‘সালাতুল হাজত’ বলা হয়। (ইবনু মাজাহ ১৩৮৫)
এই নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে।