
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় মৌলভীবাজার-১ (জুড়ি–বড়লেখা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাম এসেছে নাসির উদ্দীন মিঠুর।
নাসির উদ্দীন আহমদ মিঠু, দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন বিশ্বস্ত সঙ্গী হিসেবে নাসির উদ্দীন মিঠু স্থানীয়ভাবে ব্যাপকভাবে পরিচিত। ২০১৮সালে কঠিন পরিস্থিতিতে এ আসন থেকে নির্বাচন করেছিলেন।দীর্ঘদিন থেকে জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে সাধারণ ভোটারদের কাছে প্রিয় মুখে পরিণত করেছে।
দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি আস্থার প্রতীক। কেবল একজন রাজনৈতিক নেতা নয়, বরং অভিভাবকের মতো নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। তাঁর নেতৃত্বে জুড়ি–বড়লেখা উপজেলা বিএনপি বর্তমানে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত একটি শক্তিতে পরিণত হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে নাসির উদ্দীন মিঠু সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর আপসহীন ভূমিকা স্থানীয় রাজনৈতিক কর্মীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
এলাকার সাধারণ ভোটার ও দলীয় কর্মীরা বিশ্বাস করেন, আপদে-বিপদে পাশে থাকা, কর্মীদের আগলিয়ে রাখা এবং আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতা-ই জুড়ি–বড়লেখার মানুষের প্রকৃত প্রতিনিধি হবেন।
নাসির উদ্দীন আহমদ মিঠু ছিলেন জুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে যুক্ত আছেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225