যশোরে পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন আক্তার (৩৫) নামে এক তরুণী খুন হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।নিহতের স্বামী শিমুল হোসেনে জানান, শারমিন আক্তার শ্বশুরবাড়ির পাশেই সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন।তিনি জানান, সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের করে আনেন এবং শারমিনের গলায় কোপ দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে সেখানে তিনি মারা যান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT