০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থান: ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০২:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ (শনিবার, ২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে ফেরত পাঠানো হচ্ছে অভিবাসন আইন লঙ্ঘনকারী বাংলাদেশিদেরও।
ট্যাগসঃ